রাউজানে এক বাড়িতে পুলিশের অভিযান, অস্ত্রসহ তিনজন আটক
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ নভেম্বর ২০২৫, ০৩:০৬ এএম
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার চৌধুরী হাটে আইয়ুব আলী নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।
রোববার দিবাগত রাত দেড়টা পর্যন্ত এ অভিযানে ৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি জব্দ করা হয়।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ অভিযান চলছিল।
