রংপুরে হারানো ৬টি আসন পুনরুদ্ধারে লড়বেন যেসব প্রার্থী

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ নভেম্বর ২০২৫, ১১:৫৮ পিএম
রংপুরে হারানো ৬টি আসন পুনরুদ্ধারে লড়বেন যেসব প্রার্থী

বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুর জেলার ৬টি আসনে প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এ তালিকায় রংপুরের বিভিন্ন এলাকার প্রার্থীরা ধানের শীষ প্রতীকে লড়বেন। বিস্তারিত-

রংপুর-১:

  • প্রার্থী: মোকাররম হোসেন সুজন

  • এলাকা: গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের ১–৯ নম্বর ওয়ার্ড

  • পটভূমি: আলমবিদিতর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য

  • ইতিহাস: স্বাধীনতার পর ১৯৭৯ সালে বিএনপি প্রার্থী মশিউর রহমান যাদু জয়ী হন।

রংপুর-২:

  • প্রার্থী: মোহাম্মদ আলী সরকার

  • এলাকা: বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা

  • ইতিহাস: ২০০১ সালে জাতীয় পার্টির নেতৃত্বাধীন ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের লাঙ্গল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত। ২০০৮ সালে স্বতন্ত্রভাবে ভোট দেন, পরে বিএনপিতে যোগ দেন।

রংপুর-৩:

  • প্রার্থী: সামসুজ্জামান সামু

  • এলাকা: রংপুর মহানগর বিএনপি ও সদর উপজেলার পাঁচ ইউনিয়ন

  • ইতিহাস: স্বাধীনতার ৫৪ বছরে বিএনপি শুধু ১৯৭৯ সালে জয়ী হয়েছিল।

রংপুর-৪:

  • প্রার্থী: এমদাদুল হক ভরসা

  • এলাকা: কাউনিয়া ও পীরগাছা উপজেলা

  • ইতিহাস: ১৯৭৯ সালে বাবার জয়। দীর্ঘ সময় ধরে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে।

রংপুর-৫:

  • প্রার্থী: গোলাম রব্বানী

  • এলাকা: মিঠাপুকুর উপজেলা (১৭টি ইউনিয়ন)

  • ইতিহাস: স্বাধীনতার পর বেশিরভাগ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে। ১৯৭৯ সালে বিএনপি একবার জয়ী হয়।

রংপুর-৬:

  • প্রার্থী: সাইফুল ইসলাম

  • এলাকা: পীরগঞ্জ উপজেলা (১৫টি ইউনিয়ন + ১ পৌরসভা)

  • ইতিহাস: দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণা চালানো আসন, ১৯৭৯ সালে একবার জয়ী।

এবার প্রার্থীদের উদ্দেশে নেতারা জানিয়েছেন, দল সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রংপুরে ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করতে কাজ করবে।