পবায় সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত, আহত আরেক শিক্ষক


রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক নিহত ও আরেকজন শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে পবার নওহাটা এলাকার রাজশাহী-নওগাঁ মহাসড়কের মনসুর জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক রাবির মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়। দুর্ঘটনায় আহত হয়েছেন রাবির দর্শন বিভাগের প্রফেসর আসাদুজ্জামান বাদশাহ। তিনি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছেন।
পবার থানার ওসি মনিরুল ইসলাম জানান, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত শিক্ষক আসাদুজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। আর শিব শংকর রায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি মাথা, ঘাড় ও পায়ে আঘাত পেয়েছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পবার থানার ওসি জানান, তারা মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিলেন। আসাদুজ্জামান তার স্কুটি চালাচ্ছিলেন। আর শিব শঙ্কর রায়ের পিঠে মাছ ধরার সরঞ্জামাদি ছিলো। স্কুটির পিছনের চাকা ব্লাস্ট হয়ে গেছে।
তিনি আরও বলেন, সকালের দিকে দুর্ঘটনার ঘটার কারণে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। আবার সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। এই কারণে দুর্ঘটনা কিভাবে ঘটেছে সেটা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে দুর্ঘটনার কারণ জানা যাবে।