১১ লাখ টাকা জরিমানা গুণলেন সেই লন্ডন প্রবাসী

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম
১১ লাখ টাকা জরিমানা গুণলেন সেই লন্ডন প্রবাসী

সিলেট-লন্ডন রুটের বিমানের একটি ফ্লাইটে উচ্ছৃঙ্খল আচরণ করার কারণে এক প্রবাসীকে জরিমানা করা হয়েছে। আদালত তাকে ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন বলে বিমান বাহিনীর সূত্র নিশ্চিত করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিমানের (বিজি-২০১) ফ্লাইটের ওই যাত্রী লন্ডন থেকে সিলেট আসছিলেন। 

লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের বিমানের যাত্রী ছিলেন মৌলভীবাজারের শওকত আলী। বিমান চলাকালীন অবস্থায় শওকত নামে ওই যাত্রী উচ্ছৃঙ্খল আচরণ করেন। তিনি যাত্রী এবং কেবিন ক্রুদের গালিগালাজ করতে থাকেন। এমনকি নারী ক্রুদের সঙ্গে খারাপ আচরণ করেন। 

একপর্যায়ে বিমানের কর্মকর্তারা তাকে রশি দিয়ে তার আসনের সঙ্গে বেধে রাখেন। তারপরও তিনি গালিগালাজ করতে থাকেন মদ্যপ ওই যাত্রী। এমনকি ঘুসি মেরে ভেঙে দেন বিমানের একটি মনিটর। এছাড়াও বিমানের অন্যান্য জিনিসপত্রের ক্ষতিসাধন করেন। সকালে বিমানটি অবতরণের পর কর্তৃপক্ষ মো. শওকত আলীকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক মিলন তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি বিমানের ক্ষতিপূরণ দিতে সম্মত হন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আলমগীর হোসেন জানান, ওই যাত্রী বিমানের মনিটরসহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতি করেছেন। তিনি ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন।