ময়মনসিংহে ২ সন্তানসহ মাকে হত্যা: দেবরকে আসামি করে মামলা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ জুলাই ২০২৫, ০২:০৯ পিএম
ময়মনসিংহে ২ সন্তানসহ মাকে হত্যা: দেবরকে আসামি করে মামলা
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ মাকে গলা কেটে হত্যার ঘটনায় দেবরকে আসামি করে একটি মামলা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) রাতে ভালুকা থানায় নিহত ময়নার ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে ওই মামলাটি করেন। এতে ময়নার দেবর নজরুল ইসলামসহ অজ্ঞাত দুজনকে আসামি করা হয়েছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা থানার বিপরীত পাশে টিঅ্যান্ডটি রোডের একটি বাসায় ভাড়া থাকতেন রফিকুল ইসলাম, স্ত্রী ময়না বেগম, মেয়ে রাইসা আক্তার (৬) ও ছেলে মো. নীরব (২)। তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামে। রফিকুলের ভাই নজরুল ইসলাম এক হত্যা মামলায় জেল খেটেছেন। আড়াই মাস আগে জামিনে বেরিয়ে এসে রফিকুলের বাসায় ওঠেন। রোববার রাতে রফিকুল নাইট ডিউটিতে যান।

সোমবার সকাল ৯টার দিকে ফিরে এসে দেখেন, বাসার দরজায় তালা। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় স্ত্রীর ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর নজরুল তার ব্যবহৃত মোবাইল ফোনটি স্থানীয় বাজারে বিক্রি করে পালিয়ে যান। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়েও তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

মামলার বাদী জহিরুল ইসলাম বলেন, ‘আমার বোন ও তার দুই সন্তানকে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এমন নরপিশাচদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এখনও কেউ গ্রেফতার হননি—দ্রুত নজরুলকে গ্রেফতারের দাবি জানাই।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘ঘটনার রাতে হত্যা মামলা হয়েছে। নজরুলকে গ্রেফতারে অভিযান চলছে।’