বাবা-মায়ের কাছে ফিরতে চায় শিশু হোসাইন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ জুলাই ২০২৫, ০৭:৪২ পিএম
বাবা-মায়ের কাছে ফিরতে চায় শিশু হোসাইন

সাত মাস আগে মায়ের সঙ্গে বাইরে বেরিয়ে হারিয়ে যাওয়া চার বছরের শিশু হোসাইনের জায়গা হয়েছে কুমিল্লার দেবীদ্বারে সরকারি শিশু পরিবারে। তবে শিশুটি এখন ফিরতে চায় তার পরিবারের কাছে।

যে বয়সে বাবা-মায়ের আদর, স্নেহ আর ভালোবাসায় থাকার কথা, সে বয়সে মা-বাবাকে হারিয়ে তার আশ্রয় হয়েছে সরকারি শিশু পরিবারে। ছোট বাচ্চাটি তাই যেকোনোভাবে ফিরে যেতে চায় তার বাবা-মায়ের কাছে।

জানা গেছে, সাত মাস আগে তার মায়ের সঙ্গে বাইরে বেরিয়ে হারিয়ে যায় হোসাইন। মাকে খুঁজতে খুঁজতে ট্রেনে চড়ে চলে আসে কুমিল্লার লাকসাম স্টেশনে। সেখান থেকে গত বছরের ১৪ ডিসেম্বর পুলিশ তাকে উদ্ধার করে।

এরপর অনেক খোঁজাখুঁজি করলেও শিশুটির পরিবারের কোনো খোঁজ না পেয়ে লাকসাম সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে তাকে দেবীদ্বার সরকারি শিশু পরিবারে পৌঁছে দেয় পুলিশ।

হোসাইন জানিয়েছে, তার বাবার নাম আলমগীর হোসেন, মায়ের নাম জরিনা ও গ্রামের বাড়ি নোয়াখালীর নামাত।

শিশুটি আরও জানিয়েছে, তার বাবা নোয়াখালির একটি দোকানে কাজ করেন। হাসান নামে তার একটি ছোট ভাই রয়েছে। এ ছাড়া আর কিছুই সে বলতে পারে না।

দেবীদ্বার শিশু পরিবারের দেওয়া তথ্যমতে, হোসাইনের দেওয়া গ্রামের নাম সঠিক না হওয়ায় তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।

তারা জানায়, হোসাইন সাত মাস ধরে শিশু পরিবারের অন্য এতিম শিশুদের সঙ্গে ভালো থাকলেও প্রায় সময়ই তার বাবা-মায়ের কাছে যেতে ব্যাকুল হয়ে ওঠে এবং কান্নাকাটি করে।

হোসাইনের বাবা-মাকে ফিরে পেতে সবার কাছে সহযোগিতা চেয়েছেন দেবীদ্বার সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক বরুণ চন্দ্র দে।