কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’


কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। কুমিল্লা শহরতলীর আলেখারচর বিশ্বরোড এলাকায় আজ সোমবার সকালে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পুলিশ সুপার মো. নাজির আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আলী নূর মোহাম্মদ বশির, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, এনসিপি নেতা মাছুমুল বারী কাউসার,উ পজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
জেলা প্রশাসক জানান, ২০২৪ সালের ৪ আগস্ট এই স্থানেই ছাত্র-জনতার ওপর নির্মম হামলা চালানো হয়েছিল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এখানে স্থাপিত হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এতে প্রতিটি শহীদের নাম যুক্ত থাকবে। এছাড়াও যেসব এলাকায় শহীদরা নিহত হয়েছেন, সেসব স্থানে নির্মাণ করা হবে ‘রোড মেমোরি স্ট্যান্ড’। তিনি আরও বলেন, প্রতিবছর ৫ আগস্ট স্মৃতিস্তম্ভ চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা নজরুল ইনস্টিটিউটের সহকারী পরিচালক আল আমিন।