মধ্যরাতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক


ফেনীর সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ছাত্রদলের সাবেক দুই নেতাকে আটক করা হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। রবিবার মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন- মো. দেলোয়ার হোসেন (৪২) ও রহমত উল্লাহ (৪৩)। দেলোয়ার ছনুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং রহমত উল্লাহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য। দুইজনই ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী ছনুয়া ইউনিয়নের লস্করহাট দমদমা ও মধ্য লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ৭.৬২ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি গুলিসহ সাবেক এই দুই নেতাকে আটক করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, “যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
ছাত্রদলের ফেনী জেলা সভাপতি ছালেহ উদ্দিন মামুন বলেন, “আটক হওয়া নেতাদের দীর্ঘদিন ধরে দলীয় কোনো কার্যক্রমে সম্পৃক্ততা নেই। তাদের এই আটক রাজনৈতিক প্রতিহিংসার অংশ কি-না, তা খতিয়ে দেখা প্রয়োজন। আমরা দাবি জানাই, যেন তদন্ত সঠিকভাবে পরিচালিত হয় এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।”