আজ বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি ভাষণ দেবেন খালেদা জিয়া


জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত দলীয় এক অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন তিনি।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় এই অনুষ্ঠান শুরু হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও।
বিএনপির মিডিয়া সেলের সদস্য সৈয়দ সায়রুল কবীর খান এমন তথ্য দিয়েছেন। তিনি জানান, ভার্চুয়ালি যুক্তরাজ্য থেকে যোগ দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন তারেক রহমান।
আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতিত্ব করবেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সায়রুল বলেন, গত কয়েক দশকের রাজনৈতিক আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা, বিশেষ করে গত বছরের গণঅভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্বজনরা এ অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
এর আগে, গত ২৬ জুন গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে—আলোচনা সভা, সমাবেশ, রক্তদান কর্মসূচি, গ্রাফিতি শিল্প, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠান এবং ডেঙ্গু ও কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা।