পাবনায় মাদরাসার নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা


পাবনায় ওসমান গনি মোল্লা (৫৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তিনি উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে অবস্থিত সিকেবি রুস্তমিয়া আলিম মাদরাসার নৈশ প্রহরী ছিলেন।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সোমবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে মাদরাসার কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওসমান গনি মোল্লা সোমবার সন্ধ্যায় মাদরাসায় দায়িত্ব পালন করতে আসেন। একপর্যায়ে রাত ১টার দিকে কেউ বা কারা মাদরাসায় প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় ওসমানকে দেখতে পেয়ে থানায় খবর দেয় এবং তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ফোন করলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, "পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। হত্যাকারীকে শনাক্ত করতে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।