শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দপ্তর বা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীরা অনুমোদনহীনভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের তথ্য চেয়ে নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করে মাউশি।
অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা চিঠিতে বলা হয়েছে, মাউশি অধিদপ্তরের আওতাধীন কোনো দপ্তর/সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফৌজদারি অথবা অন্য কোনো মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার বা হাজতবাস হলে এবং অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের যাবতীয় তথ্যাদি (গ্রেফতার ও কর্মস্থলে অনুপস্থিতির তারিখ উল্লেখসহ) তাৎক্ষণিকভাবে মাউশি অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চিঠিটি মাউশির পরিচালক, সব আঞ্চলিক কার্যালয়, এইচএসটিটিআই (সব), সরকারি কলেজের অধ্যক্ষ, উপ-পরিচালক, বিদ্যালয় ও পরিদর্শন শাখা, জেলা শিক্ষা অফিসার (সকল জেলা), প্রধান শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয় (সকল), উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (সকল) কাছে পাঠানো হয়েছে।