রূপগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।
এরা হলেন— তারাবো সুলতানবাগ এলাকার শাহরিয়ার হাসান আকাশ (২৯) এবং একজন অটোরিকশার চালক। তবে চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
সোমবার (৯ জুন) দিবাগত রাতে উপজেলার তারাবো এলাকায় সাইফিং ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় করে বাড়ির দিকে ফিরছিলেন আকাশ ও তার দুই বন্ধু সায়মন (২৯) ও তামিম সরকার (২৯)। পথে সাইফিং ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান চালক ও গুরুতর আহত হন যাত্রীরা। আহত অবস্থায় আকাশ ও তামিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তাকে চিহ্নিত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।’