সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রাণনাথপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।
সিরাজগঞ্জ সেনাক্যাম্প সূত্র মঙ্গলবার (১০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে।
সেনাক্যাম্প সূত্র জানায়, গত রবিবার (৮ জুন) প্রাণনাথপুর গ্রামের ফকির গোষ্ঠীর লোকজন ব্যক্তিগত আক্রোশে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গ্রামের সাধারণ মানুষের উপর দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালায়। সেসময় তারা গ্রামের ৮টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরসহ ৭ জনকে বেদম মারপিট করে আহত করে।
এ ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
বিষয়টি জানতে পেরে সোমবার (৯ জুন) গভীররাতে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী প্রাণনাথপুর গ্রামে অভিযান চালায়। তবে এ অভিযানের আগেই ওই গ্রামের সকল পুরুষ গ্রাম থেকে পালিয়ে যায়। তবে গ্রামের বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা দেশীয় অস্ত্রগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।