মেহেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ মে ২০২৫, ০৯:৫৩ এএম
মেহেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে বিষাক্ত সাপের কামড়ে আবুল কাশেম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আবুল কাশেম ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য হাবিবুল বাশার জানান, ‘দুপুরে আবুল কাশেম বাড়ির পাশে একটি মাঠে মহিষ চড়াতে গিয়েছিলেন। সেখানে তাকে সাপে কামড় দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’ 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।