চেয়ারম্যানকে অসহযোগিতা করার কর্মসূচি শুরু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারিকৃত অধ্যাদেশ নিয়ে সংস্থাটির চেয়ারম্যানকে লাগাতার অসহযোগিতাসহ নতুন কয়েকটি কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
বুধবার (২১ মে) এক সংবাদ বিবৃতিতে পরিষদের পক্ষ থেকে জানানো হয়, আজ (বুধবার) থেকেই চেয়ারম্যানের সঙ্গে অসহযোগিতা কর্মসূচি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।
এছাড়া বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবিসংবলিত স্মারকলিপি পেশ করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।
এ ছাড়াও বৃহস্পতিবার ঢাকা ও ঢাকার বাইরের এনবিআর-সংশ্লিষ্ট সব কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এ কর্মসূচির বাইরে থাকবে।
আগামী ২৪ ও ২৫ মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাস্টম হাউস ও এলসি স্টেশন ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব কার্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে। কাস্টম হাউস ও এলসি স্টেশনেও এ সময়ের মধ্যে কর্মবিরতি চলবে, তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতায় থাকবে না।
পরে ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব কার্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হবে।
সংগঠনটি পূর্বঘোষিত তিন দাবির সঙ্গে নতুন একটি দাবি সংযুক্ত করেছে— অবিলম্বে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমানের অপসারণ।
তাদের আগের দাবিগুলো হলো— জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাগুলো, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।