শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত ২

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ মে ২০২৫, ০৯:৫০ এএম
শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত ২

শেরপুরে ঝিনাইগাতীর গজনী বীট এলাকায় বন্য হাতির আক্রমণে দেড়ঘণ্টার ব্যবধানে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে দরবেশচালা ও গজনী চৌরাস্তার মোড় নামক স্থানে পৃথক এ দুটি ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন— দরবেশচালা এলাকার আব্দুল হাকিমের ছেলে কৃষক আজিজুর রহমান আকাশ (৪৫) এবং গজনী এলাকার গারো শ্রমিক ফিলিস মারাক (৪২)।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বন্যহাতির আক্রমণে দুইজনের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান,  খাদ্যের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির তান্ডব থেকে পাকা বোরো ধানক্ষেত রক্ষা করতে গিয়ে নিহত দুই ব্যক্তি হাতির আক্রমণের শিকার হন। হাতির পায়ে পিষ্ট করে তাদের নাড়ি -ভুড়ি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দেড় ঘণ্টার ব্যবধানে হাতির আক্রমণে দুই জনের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।