ছাতক সীমান্তে ভারতীয় ৬৫ দুম্বা ও ছাগল জব্দ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ এপ্রিল ২০২৫, ১১:১৯ পিএম
ছাতক সীমান্তে ভারতীয় ৬৫ দুম্বা ও ছাগল জব্দ

সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ভারতীয় ২৮ টি দুম্বা ও ৩৭ টি রাম ছাগল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৪ এপ্রিল) সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সীমান্তবর্তী সুরমা সেতু সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় এসব প্রাণী জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

জব্দ করা দুম্বা এবং ছাগলের আনুমানিক বাজারমূল্য ৬১ লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, আসন্ন কোরবানি ঈদকে টার্গেট করে চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। সেজন্য চোরাই পথে এসকল পশু ভারত হতে পাচারের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব দুম্বা ও ছাগল জব্দ করা হয়। পশুগুলোর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।