সিলেটে ‘দায়ের কোপে’ বাবার মৃত্যুর অভিযোগ, ছেলে আটক


সিলেটের গোলাপগঞ্জে ছেলে সুলতান আহমদের দায়ের কোপে দুলু মিয়া (৬০) নামে এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছেলেকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুলু মিয়ার ছেলে প্রবাস (ফ্রান্স) ফেরত সুলতান সাত মাস আগে দেশে ফেরেন। ফেরার পর থেকে তার বাবার সঙ্গে ঝামেলা লেগেছিল। এই ঝামেলার জেরে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ছেলে সুলতান।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। এ সময় ছেলেকে আটক করে নিয়ে যায়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘পরিবার সূত্রে জানা গেছে—সুলতানের মানসিক সমস্যা রয়েছে। তাই এমন হত্যার ঘটনা ঘটিয়েছেন।’