মহাসড়ক পার হওয়ার সময় স্বামী-স্ত্রী নিহত

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩০ মার্চ ২০২৫, ০৩:২৩ পিএম
মহাসড়ক পার হওয়ার সময় স্বামী-স্ত্রী নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের এক শিশুসন্তান।

শনিবার (২৯ মার্চ) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশুকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন– জেলার কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের বাসিন্দা রঞ্জিত দাস (৫০) এবং তার স্ত্রী বন্দনা দাস (৪০)। আহত ছেলের নাম দিবস দাস (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে রঞ্জিত তার স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পৌলী এলাকায় উত্তর অভিমুখী লেন থেকে ঢাকাগামী লেন পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি পরিবহন এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রীর মৃত্যু হয়। আহত হন রঞ্জিতসহ তার ছেলে। পরে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিতেরও মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান, খবর পেয়ে মহাসড়কের পৌলী এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিতের মৃত্যু হয়। তার ছেলে হাসপাতালে ভর্তি রয়েছে।