গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৮ মার্চ ২০২৫, ০৩:০৯ পিএম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া (টাইলস মার্কেটের) সামনে সড়ক দুর্ঘটনায় মুরগীর খামারি (পোল্ট্রি ব্যবসায়ীসহ) দুইজন নিহত হয়েছে। 

শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- রাজু মিয়া (৩৫), জিয়ারুল ইসলাম (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, চালক ও মুরগী খামারি জিয়ারুল রাতে পিকআপ ভ্যানে মুরগী নিয়ে ঢাকায় যান। ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের হোতাপাড়া এলাকায় আসলে অজ্ঞাত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে পিকআপ চালক ও খামারি এবং তার সহকারী ঘটনাস্থলেই নিহত হয়।

অজ্ঞাত গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।