বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে খুন: পিবিআই


বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে হত্যার পর লাশ বস্তাবন্দী করে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রামে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইয়ের) তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। নয়ন বড়ুয়া নামের এক ব্যক্তি তার প্রেমিকাকে হত্যা করেছেন বলে তদন্তে উঠে আসে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানায়, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ২২ মার্চ চট্টগ্রামের লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের নীচ থেকে বস্তাবন্দী তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা তদন্ত করতে গিয়ে চট্টগ্রামের মোহরা এলাকা থেকে নয়ন বড়ুয়া নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পিবিআই।
তারা আরও জানায়, হত্যার পর গুম করতেই লাশটি কম্বল পেচিয়ে বস্তাবন্দি করে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় ফ্লাইওভারের নিচে ফেলে যায় ঘাতক।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে পিবিআই পরিদর্শক মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘একটি তৈরি পোষাক কারখানায় কাজ করার সময় নয়ন বড়ুয়ার সঙ্গে প্রেম হয় জ্যোস্না বেগম নামের যুবতীর। স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাসকালে নয়নকে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার জন্য চাপ দিয়ে আসছিলেন জ্যোস্না বেগম। এর জের ধরে জ্যোস্নাকে গলা টিপে হত্যা করে নয়ন। এরপর বন্তাবন্দি করে লাশ ফেলে দেওয়া হয়।’
আটক হবার পর আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।