লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৪ জেলে আটক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ মার্চ ২০২৫, ১১:০২ এএম
লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৪ জেলে আটক
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে ১৪ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ছয়টি মামলায় সাতজনকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বয়স বিবেচনায় বাকি সাতজনকে ছেড়ে দেয়া হয়েছে।

সোমবার (২৫ মার্চ) সকালে কমলনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা এ তথ্য নিশ্চিত করেন ।
 
এর আগে রবিবার (২৪ মার্চ) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কমলনগরের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করা হয়। পরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাতজন জেলেকে ২৮ হাজার টাকা জরিমানা করেন।
 
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে মাছ ধরার চারটি নৌকা, পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০০ মিটার মশারি জাল জব্দ করা হয়। পরে জনসমক্ষে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকাগুলো জব্দ রাখা হয়।
 
কমলনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা বলেন, ‘জাটকা সংরক্ষণে অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।’