শাকসু নির্বাচনের গঠনতন্ত্র অনুমোদন, সন্তুষ্ট সম্ভাব্য প্রার্থীরা


কেন্দ্রীয় ছাত্রসংসদে ২৩টি পদ এবং হল সংসদে ৯টি পদ রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) গঠনতন্ত্র পুনঃপ্রণয়ন করা হয়েছে। গত বুধবার বিকেলে শাকসুর এ গঠনতন্ত্র সিন্ডিকেট কমিটি চূড়ান্ত করেছে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গঠনতন্ত্র পুনঃপ্রণয়ন কমিটির আহ্বায়ক ও ছাত্র উপদেশ নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. এছাক মিয়া।
তিনি জানান, কেন্দ্রীয় ছাত্রসংসদে নতুন চারটি পদ এবং হল সংসদ নীতি গঠনতন্ত্রে সংযোজন করা হয়েছে। এদিকে নতুন গঠনতন্ত্রের পদ নিয়ে একাধিক সম্ভাব্য প্রার্থী সন্তুষ্ট প্রকাশ করেছেন। ইসলামী ছাত্রশিবির সমর্থিত এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘প্রশাসন অনেকের সাথে বসেছিল এবং সবার মতামত নিয়েছেন। মোটাদাগে বলা যায় ভালো হয়েছে।’
কেন্দ্রীয় সংসদে ২৩টি পদের মধ্যে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস), ক্রীড়া সম্পাদক, সহক্রীড়া সম্পাদক, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক, সমাজসেবা সম্পাদক, ছাত্রীবিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, পরিবহন সম্পাদক, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক এবং পাঁচটি সদস্য পদ আছে।
এদিকে হল সংসদে ৯টি পদের মধ্যে আছে ভিপি, জিএস, এজিএস, ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং তিনটি সদস্য পদ আছে।
জানা যায়, আগের গঠনতন্ত্রে কেন্দ্রীয় ছাত্র সংসদে ১৯টি পদ ছিল। নতুন করে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পদসহ চারটি পদ এবং হল সংসদ যোগ করা হয়েছে।
অন্যদিকে প্রশাসনের ঘোষণা অনুযায়ী গঠনতন্ত্র গঠিত হলেও এখনো নির্বাচন কমিশন গঠন হয়নি। তবে আগামী ১২ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশনের কাছে গঠনতন্ত্র হস্তান্তরের ঘোষণা দিয়েছিল প্রশাসন। এছাড়াও আগামী নভেম্বরের ২য় সপ্তাহের মধ্যে শাকসু নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময় ঘোষণা করেছিল উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী।