সাম্য থেকে তোফাজ্জল হত্যাকাণ্ড, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেসব দাবি জানালেন ডাকসু নেতারা


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেছেন ডাকসু নেতারা। এ সময় ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বিগত সময়ে পূজামণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন। আলোচনায় স্থান পেয়েছে ঢাবি শিক্ষার্থী সাম্য এবং আলোচিত তোফাজ্জল হত্যাকাণ্ডের বিষয়ও।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ডাকসু নেতারা।
ডাকসু সাধারণ সম্পাদক এস এম ফরহাদ বলেন, ‘বিগত সময়ে পূজামণ্ডপ ও প্রতিমা ভাঙচুরের বিচার হয়নি। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যাকাণ্ডের কোনো প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। এই ব্যাপারেও উপদেষ্টাকে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে।’
আলোচনায় উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত তোফাজ্জল হত্যাকাণ্ডের বিষয়টিও।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি। এবং তোফাজ্জল হত্যাকাণ্ডের ব্যাপারেও ব্যবস্থা নেয়ার কথা বলেছি আমরা।’
তিনি বলেন, ‘পূজার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। কিছু জেলায় সমস্যা আছে তা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়েছি। তিনি বলেছেন, পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’
এ সময় ডাকসু নির্বাচনের ব্যালট পেপার প্রিন্ট ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এস এম ফরহাদ বলেন, ‘ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নিয়ে যেসব প্রশ্ন উঠেছে তা ভ্যালিড অভিযোগ হলে খতিয়ে দেখতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর যদি এর কোনো যৌক্তিকতা না থাকে সেই প্রশ্নেরও জবাব দিবে প্রশাসন।’