আদালতের রায়ের অনুলিপি ছাড়া প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকার অনুরোধ ইউএস-বাংলার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৬ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম
আদালতের রায়ের অনুলিপি ছাড়া প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকার অনুরোধ  ইউএস-বাংলার
ছবি : সংগৃহীত

সম্প্রতি নেপালের একটি সংবাদমাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে একটি আদালতের রায় হয়েছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সে বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স এখনও কোনো আনুষ্ঠানিক বা আদালতের রায় সংক্রান্ত তথ্য পায়নি। আদৌ এমন কোন রায় হয়েছে কিনা এবিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

আমাদের লিগ্যাল টিম বিষয়টি গুরুত্ব সহকারে বিষয়টি যাচাই করছে। যদি এমন কোনো রায় থেকে থাকে, তা আইনগতভাবে বিশ্লেষণ করে যথাযথ সময়ে গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলকে জানানো হবে।

আদালতের কোনো নিশ্চিত তথ্য বা রায়ের অনুলিপি ছাড়া আন্তর্জাতিক কোন সংবাদমাধ্যমে প্রকাশিত এসংক্রান্ত প্রতিবেদন প্রচা র থেকে বিরত থাকার অনুরোধ ইউএস-বাংলা এয়ারলাইন্স।