শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি তারকা!

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম
শাকিব খানের নায়িকা হচ্ছেন পাকিস্তানি তারকা!
শাকিব খান ও পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ঢাকাই সিনেমার নবাব শাকিব খান যেন ভিন্ন রূপে আছেন।গেল কয়েক বছরে নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন এবং বিভিন্ন সিনেমায় নিজেকে প্রমাণও করছেন।

তার এসব নতুন লুক, গেটআপ এবং ভিন্নধর্মী উপস্থাপনায় তরুণ প্রজন্মের মধ্যে এক বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে শাকিব তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

খবর অনুযায়ী, শাকিব খান তার পরবর্তী সিনেমায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে তার বিপরীতে তুলে ধরবেন। চমকপ্রদ তথ্যটি নিজেই নিশ্চিত করেছেন শাকিব।

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব খান বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।’

এরপরে এক প্রশ্নের জবাবে নবাব খ্যাত অভিনেতা বলেন, ‘একটি সিনেমার জন্য তার সঙ্গে কথা চলছে।’

খবরটি শাকিবের ভক্তদের মধ্যে ইতোমধ্যেই উত্তেজনা সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে শাকিব এখনো তার কোন সিনেমায় হানিয়া আমির তার সঙ্গে অভিনয় করবেন, তা স্পষ্ট করেননি।

ভক্তরা অনুমান করছেন, ‘প্রিন্স’ সিনেমায় হয়তো হানিয়াকে শাকিবের বিপরীতে দেখা যেতে পারে আবার কেউ কেউ বলছেন, নতুন রোমান্টিক সিনেমাতেও তাদের একসঙ্গে দেখা যেতে পারে।

এদিকে, শাকিব খান তার ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বরে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন বলে জানা গেছে।

এরপর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তিনি আজমান রুশোর নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন ওই সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে নিতে চলছে নতুন মুখের খোঁজ।