সেন্টমার্টিনের পথে তিন জাহাজ, যাচ্ছেন ১২০০ পর্যটক

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম
সেন্টমার্টিনের পথে তিন জাহাজ, যাচ্ছেন ১২০০ পর্যটক
ফাইল ছবি

অবশেষে অবসান ঘটলো প্রতীক্ষার। পর্যটকদের জন্য খুলে দেয়ার এক মাস পর সেন্টমার্টিনের পথে পর্যটকদের প্রথম বহর। সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে চলতি মৌসুমের প্রথমবারের মতো ছেড়ে যায় তিনটি জাহাজ। আর সেই তিন জাহাজে সাওয়ারি হয়েছেন ১ হাজার ২০০ জন যাত্রী।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সোয়া সাতটায় বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজগুলো রওনা করে। এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ এই তিন জাহাজ চলতি মৌসুমের প্রথমবারে যাত্রী নিয়ে যাচ্ছে।

জাহাজের আসন গ্রহণ করার আগে প্রত্যেক যাত্রীর হাতে প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে তুলে দেওয়া হয় ‘পরিবেশবান্ধব’ পানির বোতল।

সরকারি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক যেতে পারবেন অনুমতিপ্রাপ্ত জাহাজগুলোতে। আগামী ৩১ জানুয়ারি থাকছে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ।

সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় গত অক্টোবরে ১২টি নির্দেশনা জারি করেছে সরকার।

দ্বীপের পরিবেশ রক্ষায় রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে অনুষ্ঠান, বারবিকিউ পার্টি, কেয়াবনে প্রবেশ, কেয়াফল সংগ্রহ ও ক্রয়-বিক্রয় এবং সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি পুরোপুরি নিষিদ্ধ।

সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ মোটরযান চলাচল বন্ধ এবং নিষিদ্ধ পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারও নিরুৎসাহিত করা হয়েছে।

গেল পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন উন্মুক্ত করা হয়েছিল। তবে নভেম্বর মাস সেখানে রাত্রিযাপনের ওপর বিধিনিষেধ আরোপ ছিল। যে কারণে সে সময় পর্যটকদের আগ্রহ কম থাকায় কোনো জাহাজ সেন্টমার্টিন যায়নি।