অবৈধভাবে টিকিট বিক্রি; সেন্টমার্টিনগামী জাহাজকে জরিমানা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০১ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
অবৈধভাবে টিকিট বিক্রি; সেন্টমার্টিনগামী জাহাজকে জরিমানা
ফাইল ছবি

সরকার অনুমোদিত ট্রাভেল পাস ছাড়া অবৈধভাবে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করায় কেয়ারি সিন্দাবাদ নামে সেন্টমার্টিনগামী একটি জাহাজকে জরিমানা করেছে জেলা কক্সবাজার জেলা প্রশাসন।

তিনজন পর্যটকের কাছে অবৈধভাবে টিকিট বিক্রি করায় জাহাজটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘তিনজন পর্যটককে ১৮শ টাকা করে অবৈধভাবে ট্রাভেল পাস ছাড়া (কিউআর কোড বিহীন) সরাসরি টিকিট বিক্রির অপরাধে কেয়ারি সিন্দাবাদকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এভাবে টিকেট বিক্রি করা যাবে না।’

প্রথমবার হওয়ায় গ্রেফতার না করে কেবলমাত্র জরিমানা করেই জাহাজ কর্তৃপক্ষকে সর্তক করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইসঙ্গে এটিও উল্লেখ করেন পরবর্তীতে এমনটা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে সরকার। কিন্তু নভেম্বর মাসে রাত্রিযাপনের সুযোগ না থাকায় পর্যটকরা আগ্রহ প্রকাশ করেননি। যে কারণে মৌসুম শুরুর পরও এক মাস চলেনি কোনো জাহাজ।

ডিসেম্বরের ১ তারিখ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দুই মাস রাত্রিযাপন করার সুযোগ থাকায় বেড়েছে পর্যটকদের আগ্রহ। যে কারণে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে জাহাজ চলাচল।

প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক অনুমতিপ্রাপ্ত জাহাজে করে সেন্ট মার্টিনে যেতে পারবেন। তবে প্রথমদিনে এই সংখ্যা ছিল ১ হাজার ১৭৪ জন।