কেন ফুলে যায় মোবাইল ফোনের ব্যাটারি

Bangla Post Desk
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত:১৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ পিএম
কেন ফুলে যায় মোবাইল ফোনের ব্যাটারি
ছবি- সংগৃহীত

বর্তমান যুগে মোবাইল ফোন আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশযোগাযোগ থেকে শুরু করে বিনোদন, শিক্ষা ও কাজপ্রতিটি ক্ষেত্রেই এর ব্যবহার অপরিসীম। তবে এই অপরিহার্য যন্ত্রটিতে ব্যবহৃত ব্যাটারি যদি ফুলে যায়, তখন তা কেবল ডিভাইসের ক্ষতি করে না, বরং ব্যবহারকারীর জন্যও মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে। মোবাইল ব্যাটারি ফুলে যাওয়ার ঘটনা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এর পেছনে রয়েছে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে

কেন ফুলে যায় ব্যাটারি?

বর্তমান স্মার্টফোনে ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি। এই ব্যাটারির ভেতরে থাকে ধাতব ও প্লাস্টিকের পাতলা স্তরের মাঝে রাসায়নিক পদার্থ ও ইলেক্ট্রোলাইট। এগুলো সাধারণত একটি বিশেষ সিল করা প্যাকেটের (অ্যালুমিনিয়াম ব্যাগ) মধ্যে রাখা হয়। এই প্যাকেট তাপ দিয়ে সিল করা থাকে, যাতে বাইরের বাতাস ভেতরে ঢুকতে না পারে।

তবে দীর্ঘদিনের ব্যবহারে বা ভুল চার্জিংয়ের কারণে ব্যাটারির ভেতরের রাসায়নিক পদার্থ গ্যাসে পরিণত হয়। তখন সিল করা ব্যাগটি ফেঁপে ওঠে এবং ব্যাটারিটি ফুলে যেতে শুরু করে।

ব্যাটারি ফুলে যাওয়ার প্রধান কারণ:

অতিরিক্ত চার্জ দেওয়া: দীর্ঘ সময় চার্জে রেখে দিলে ব্যাটারির ভেতরে চাপ তৈরি হয়।

অতিরিক্ত গরম হয়ে যাওয়া: ফোনের প্রসেসর বেশি গরম হলে তা ব্যাটারিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।

নিম্নমানের চার্জার বা কেবল ব্যবহার: সস্তা বা অনুমোদনহীন চার্জার ব্যাটারির আয়ু দ্রুত কমিয়ে দেয়।

ব্যাটারির আয়ু শেষ হয়ে যাওয়া: পুরোনো ব্যাটারিতে রাসায়নিক পরিবর্তন বেশি হয়, ফলে গ্যাস সৃষ্টি হয়

শর্টসার্কিট বা ত্রুটি: ফোনের ভেতরে কোনো ত্রুটি থাকলে তা ব্যাটারি ফুলে যাওয়ার ঝুঁকি বাড়ায়।

কী ঝুঁকি থাকতে পারে?

ফুলে যাওয়া ব্যাটারি শুধু মোবাইলের কাঠামো নষ্ট করে না, বিস্ফোরণ বা আগুন লাগার ঝুঁকিও তৈরি করে। কখনো কখনো ব্যাটারি থেকে রাসায়নিক গ্যাস বা তরল বেরিয়ে ত্বক বা চোখে লাগলে তা মারাত্মক ক্ষতি করতে পারে।

ব্যাটারি ফেটে গেলে সেটি আশপাশের মানুষ বা জিনিসের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।

ব্যাটারি ফুলে গেলে করণীয়

১. মোবাইল ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ করুন এবং চার্জার খুলে ফেলুন।

২. ব্যাটারি আলাদা করা সম্ভব হলে আলতোভাবে খুলে ফেলুন।

৩. কোনো অবস্থাতেই ব্যাটারিতে ছিদ্র বা কাটা যাবে না, এতে বিস্ফোরণের ঝুঁকি থাকে।

৪. মোবাইল বা ব্যাটারি গরম হলে ঠান্ডা স্থানে রাখুন, কিন্তু পানির কাছে নয়

৫. ব্যাটারি বদলাতে বিশ্বস্ত ও অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান।

তবে ব্যাটারি ফুলে গেলে দ্রুত বিশেষজ্ঞের সহায়তা নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায় বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।