৪২ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কার লজ্জার রেকর্ড
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানে থামালেও মার্কো ইয়ানসেনের আগুনে বোলিংয়ে পুড়ে ছাই হয়ে গেল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। আর এর ফলে দুটি লজ্জার রেকর্ড নিজেদের নাম লেখাল তারা।
ডারবানে সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৩.৫ ওভারে ৪২ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।
নিজেদের টেস্ট ইতিহাসে এটিই শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর। এর আগে কখনোই ৫০ রানের নিচে অলআউট হয়নি দলটি।
এর আগে টেস্টে লঙ্কানদের সর্বনিম্ন স্কোর ছিল ৭১। ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে গড়া এই লজ্জার রেকর্ডটি ম্লান হয়েছে আজ। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই কোনো দলের সর্বনিম্ন ইনিংস। এর আগে, ২০১৩ সালে নিউজিল্যান্ডকে ৪৫ রানে গুটিয়ে দিয়েছিল প্রোটিয়ারা।
এদিন মাত্র ১৩.৫ ওভারেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসের এর চেয়ে ছোট ইনিংস রয়েছে আর মাত্র একটি। ১৯২৪ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২.৩ ওভারে গুটিয়ে গিয়ে টেস্ট ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী ইনিংসের বিব্রতকর রেকর্ডটি গড়ে এই দক্ষিণ আফ্রিকাই। ওই ইনিংসে তারা তুলেছিল ৩০ রান। সেই ঘটনার ১০০ বছর পর ঘটল অমন আরেকটি অঘটন। টেস্ট ক্রিকেটে ১৫ ওভারের আগে কেবল এই দুটি ইনিংসই শেষ হয়েছে।
ডারবানে প্রথম দিন দক্ষিণ আফ্রিকা খেলতে নামার পরই বোঝা গিয়েছিল যে সেখানকার উইকেট বোলিং সহায়ক। তবে প্রোটিয়ারা ১৯১ রানে ইনিংস শেষ করার পর শ্রীলঙ্কার ইনিংস যে এভাবে বালুর বাঁধের মতো ভেসে যাবে, তা হয়তো কল্পনা করেননি কেউ।
এদিন তৃতীয় ওভারের শেষ বলে দিমুথ করুনারত্নেকে ফেরান রাবাদা। এরপর তিন উইকেট তুলে নিয়ে লঙ্কার টপ অর্ডার সাজঘরে ফেরান ইয়ানসেন। গেরাল্ড কোয়েটজি দুই উইকেট নেওয়ার মাঝে ইয়ানসেন বাকি চার ব্যাটারকেও বিদায় করে দিলে ৪২ রানেই থামে লঙ্কানদের ইনিংস।
এদিন পাঁচ ব্যাটারকেই শূন্য রানে ফিরতে হয়েছে, ব্যক্তিগত স্কোর দুই অঙ্কে নিতে পেরেছেন কেবল দুজন (১৩ ও ১০*)। এছাড়া ৪২ রানের মধ্যে অতিরিক্ত থেকে এসেছে ৬ রান।
এদিকে, ৬.৫ ওভারে ১৩ রানের খরচায় ৭ উইকেট নিয়ে দুর্দান্ত এক কীর্তি গড়েছেন ইয়ানসেন। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম (৪১) বলে ৭ উইকেট নিয়ে ১২০ বছর আগে গড়া রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
১৯০৪ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ৪১ বলে ৭ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার হিউ ট্রাম্বল। তবে ট্রাম্বল ছিলেন অফ স্পিনার। এক্ষেত্রে প্রথম পেসার হিসেবে এই রেকর্ডটি শুধুই ইয়ানসেনের।