উইন্ডিজকে ২৯৭ রানের টার্গেট দিল বাংলাদেশ


দীর্ঘ ১০ বছর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে শতরানের উদ্বোধনী জুটি এনে দিয়েছেন সৌম্য সরকার ও সাইফ হাসান। মাত্র ১৫২ বলে ১৭৬ রান যোগ করেন তারা। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রানে থামেন মেহেদী হাসান মিরাজরা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই আগ্রাসী ছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। পাওয়ার প্লের ১০ ওভারেই ৭৪ রান তোলেন তারা। সৌম্য ৪৮ বলে ও সাইফ ৪৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। দুজনেই জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা। তবে সেটি পূরণ হয়নি।
১৭৬ রানের জুটি গড়ার পর আউট হন সাইফ। তার আগে সমান ৬টি চার ও ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন তিনি। দলের সঙ্গে আর ৫ রান যোগ হতে আউট হয়ে যান সৌম্যও। ৮৬ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৯১ রান আসে এই বাঁহাতির ব্যাটে।
তারা আউট হওয়ার পর বাংলাদেশের রানের গতি কমে আসে। তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তরা রান পেলেও তা ছিল অপেক্ষাকৃত ধীরগতিতে। ৪৪ বলে ২৮ রান করে দলীয় ২৩১ রানের মাথায় ফেরেন হৃদয়। ৫৫ বলে ৩ ছক্কায় ৪৪ রান করেন শান্ত।
পাঁচ, ছয় ও সাত নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
অষ্টম উইকেটে নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজের জুটি রানের চাকা কিছুটা এগিয়ে নিয়ে যায়। তবে ইনিংসের শেষ বলে আউট হন মিরাজ। তার আগে সোহানকে নিয়ে ২৪ বলে যোগ করেন ৩৫ রান। সোহান ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। ১৭ বলে ১৭ রান করে আউট হন মিরাজ। এতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান করে টাইগাররা।