পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: আখতার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ পিএম
পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: আখতার
জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। ছবি- সংগৃহীত

পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, ‘লীগ পালিয়ে হুমকি দিচ্ছে। পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখছে তারা। কিন্তু গণহত্যা আর আয়নাঘর প্রতিষ্ঠা, সেনা ও শাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার আর কোনো সুযোগ নেই, তারা অর্গানাইজড ক্রিমিনাল গ্যাং, ডাকাতদের চেয়েও নৃশংস।’

তিনি অভিযোগ করেন, লীগ তার ফ্যাসিবাদী শাসন কায়েমের জন্য দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল।

নতুন বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে এনসিপির সদস্যসচিব বলেন, ‘বাগছাস’ সকল ধর্ম-বর্ণ আর সম্প্রদায়ের ভেদাভেদ না করে কাজ করে যাবে।

তিনি জানান, বাগছাস-এর প্রধান কাজ হবে বিশ্ববিদ্যালয়গুলোতে ‘গেস্টরুম কালচার’ রুখে দেয়া।

পাশাপাশি কোনো প্রশাসন যেন দলের তাঁবেদারি না করতে পারে, তা বাস্তবায়নে তিনি কর্মীদের প্রতি কাজ করার আহ্বান জানান।

আখতার হোসেন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, সাধারণ মানুষের স্বপ্ন যেখানে দুর্নীতিমুক্ত দেশ, সেখানে রাজনৈতিক দলগুলো দেশকে গণতান্ত্রিক কাঠামোতে রাখতে চায় না এবং জবাবদিহির রাজনীতি তারা চায় না।

তার মতে, প্রতিটি রাজনৈতিক দলকে দেশের স্বার্থে কাজ করতে বাধ্য করাই হবে ছাত্রদের কাজ। বাগছাস ডান-বামের বাইরে গিয়ে মধ্যমপন্থি রাজনীতি করতে চেয়েছে।

জুলাই সনদ নিয়ে আখতার হোসেন বলেন, সনদে স্বাক্ষরের পর রাজনৈতিক দলগুলো দুই ভাগ হয়ে গেছে। সনদের পরিপূর্ণ বাস্তবায়নের পথরেখা পরিষ্কার হলেই কেবল এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।