জাপানে সুনামির ১৪ বছর পর দেহাবশেষের পরিচয় শনাক্ত

বাংলা পোস্ট ডেস্ক

জাপানে ২০২৩ সালে উদ্ধার হওয়া এক শিশুর দেহাবশেষের পরিচয় জানা গেছে। আজ দেশটির পুলিশ জানিয়েছে, দেহাবশেষটি ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে নিখোঁজ হওয়া ৬ বছর বয়সী এক কন্যাশিশুর।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
২০১১ সালে জাপানে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ১৫ হাজার ৯০০ জন নিহত হয়েছিল এবং ২ হাজার ৫২০ জন এখনো নিখোঁজ রয়েছে।
স্থানীয় পুলিশের একজন মুখপাত্র জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মিয়াগি’র উত্তরাঞ্চলে মানুষের দাঁত ও চোয়ালের অংশ উদ্ধার হয়েছিল।
তিনি আরো বলেন, দেহাবশেষের ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, সেটি নাতসুসে ইয়ামানে নামে এক মেয়ের, মারা যাওয়ার সময় তার বয়স ৬ বছর ছিল।
সুনামির সময় ইয়ামানে তাদের ইয়ামাদে’র বাড়িতে ছিল। ওই সময় সে নিখোঁজ হয়।
দেহাবশেষ শনাক্ত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে শিশুটির পরিবার।