টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বিশ্বরেকর্ড

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পিএম
টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বিশ্বরেকর্ড
ছবি : সংগৃহীত

অনেক আগেই স্বদেশি তারকা সাকিব আল হাসানকে ছাড়িয়ে গিয়েছিলেন। সামনে ছিলেন কেবল নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকেও পেছনে ফেললেন মোস্তাফিজুর রহমান। আর তাতে গড়লেন বিশ্বরেকর্ড।

অসরে যাওয়ার আগে ১২৬ টি-টোয়েন্টি ম্যাচের ১২৩ ইনিংসে ২৭৫৩টি বল করে ১১৩৮টি ডট দিয়েছেন কিউ পেসার সাউদি। সংক্ষিপ্ত ফরম্যাটে এতদিন এটাই ছিল সর্বোচ্চ ডটের রেকর্ড। শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মোস্তাফিজ তার তুলনায় ৩ ডট বলে পিছিয়ে ছিলেন।

আফগানদের বিপক্ষে ৭টি ডট দিয়ে কিউই পেসারকে পেছনে ফেলে বিশ্বরেকর্ডটি এখন নিজের দখলে নিলেন ফিজ। এ রেকর্ডটি আবার তিনি ভাঙলেন সাউদির তুলনায় কম ইনিংস ও কম বল করে। ১২০ ইনিংসে ২৬১৬টি বল করে মোস্তাফিজের ডট ১১৪২। ইকোনমি রেট এবং বাউন্ডারি হজমেও তিনি সাউদির চেয়ে এগিয়ে। কিউই পেসার ১৪২টি ছক্কা ও ৩৪১টি চার হজম করেছেন। তার ইকোনমি রেট ৮। অন্যদিকে মোস্তাফিজ ১০৪টি ছক্কা ও ২৮৩টি চার হজম করেছেন। তার ইকোনমি রেট ৭.৩২।
  
তবে উইকেটসংখ্যায় আবার এগিয়ে রয়েছেন সাউদি। তাকে পেছনে ফেলতে আরও ১৩টি উইকেট প্রয়োজন মোস্তাফিজের। ১৫২ উইকেট নিয়ে বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টির তৃতীয় সেরা শিকারি টাইগার পেসার। ১০৫ ম্যাচে ১৭৯ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান।
 
এদিকে ডট বলের রেকর্ডে মোস্তাফিজ ও সাউদির পরের স্থানটি দখল করে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২৫ ইনিংসে ২৭২০ বল করে ১০৭৮ ডট দিয়েছেন তিনি। ১২৬ ইনিংসে ৯৮৮ ডট দিয়ে চারে ইংল্যান্ডের আদিল রশিদ আর ৯৮৪ ডট দিয়ে পাঁচে রয়েছেন রশিদ খান।
  
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেও দিনটি অবশ্য ভালো যায়নি মোস্তাফিজের। ৪ ওভার বল করে ৪০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। প্রথম ম্যাচে অবশ্য মাত্র ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। ডট দিয়েছিলেন ১০টি।

ইউডি/এআর