বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ অক্টোবর ২০২৫, ১০:৪১ পিএম
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বোলারদের এনে দেওয়া সুযোগ কাজে লাগাতে পারল না বাংলাদেশ। প্রাথমিক বিপর্যয় সামলে গুরবাজ ও নবির ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। জয়ের জন্য জাকের আলীর দলকে করতে হবে ১৫২ রান।

ম্যাচের শুরুতে বাংলাদেশি বোলাররা আফগানিস্তানকে চেপে ধরেন। চতুর্থ ওভারে নাসুম আহমেদ ওপেনার ইব্রাহিম জাদরানকে (১৫) ফিরিয়ে দেন। এরপর তানজিম হাসান সাকিব সেদিকুল্লাহ আতালকে আউট করার পর মুস্তাফিজুরের ওভারে রান আউটের শিকার হন দারউইশ রসুলি। পাওয়ার প্লেতে মাত্র ৩৩ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। সপ্তম ওভারে রিশাদ হোসেনের বলে মোহাম্মদ ইসাক (১) আউট হলে ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানরা। 

তবে সেখান থেকে দলকে টেনে তোলেন উইকেটকিপার-ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজ। এক প্রান্ত আগলে রেখে তিনি ৩১ বলে ৪০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। গুরবাজ আউট হওয়ার পর দলের হাল ধরেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। শেষদিকে রীতিমতো তাণ্ডব চালান তিনি। তাসকিন আহমেদের এক ওভারে তিন ছক্কা হাঁকানো নবি মাত্র ২৫ বলে ৩৮ রানের এক বিস্ফোরক ইনিংস খেলে দলের সংগ্রহ দেড়শ রানের কাছাকাছি নিয়ে যান। শেষদিকে শরাফুদ্দিন আশরাফের ১১ বলে ১৬ রানের ক্যামিওতে আফগানিস্তান ১৫১ রানের স্কোরে পৌঁছায়।

বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার রিশাদ হোসেন ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট শিকার করেন।