অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ
ছবি : সংগৃহীত

এশিয়া কাপের পর বিশ্রামের ফুরসত নেই বাংলাদেশের। আগামী মাসেই তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ভেন্যু ও ম্যাচ শুরুর সময় ঠিক না হলেও সিরিজের সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সিরিজের সূচি প্রকাশ করেছে।

১৮ অক্টোবর ওয়ানডে দিয়ে এই সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুই ওয়ানডে যথাক্রমে ২০ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।

এই বিজ্ঞপ্তিতে আরও তিনটি সিরিজের সূচি ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজকে। ২৭ সেপ্টেম্বর শারজাহ'তে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে ক্যারিবীয়রা তিন মাসের লম্বা সফর শুরু করবে। নেপালের বিপক্ষে খেলবে তিনটি টি-টোয়েন্টি।

নেপাল সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফর করবে ইন্ডিয়া। আহমেদাবাদ ও দিল্লিতে দুটি টেস্ট খেলবে স্বাগতিক ইন্ডিয়ার বিপক্ষে। সেখান থেকে বাংলাদেশে আসবে তারা। এরপর ক্যারিবীয়রা যাবে নিউজিল্যান্ড সফরে। কিউইদের বিপক্ষে খেলবে ৫টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ৩ টেস্টের সিরিজ খেলবে ক্যারিবীয়রা।