শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ পিএম
শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান

নিজাকাত খানের হাফ-সেঞ্চুরিতে এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করেছে হংকং। নিজাকাত ৩৮ বলে অপরাজিত ৫২ রান করেন।

আজ দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা হংকংকে উদ্বোধনী জুটিতে ২৯ বলে ৪১ রানের সূচনা এনে দেন জিশান আলি ও অংশুমান রাথ । জুটিতে ১৭ বলে ২৩ রান তুলে শ্রীলংকান পেসার দুসমন্থ চামিরার বলে আউট হন জিশান।

তিন নম্বরে নামা (৪) বাবর হায়াত আউট হলে ৫৭ রানে ২ উইকেট হারায় হংকং। এরপর তৃতীয় উইকেটে ৪৩ বলে ৬১ রানের জুটি গড়ে দলের স্কোর ১শ পার করেন রাথ ও নিজাকাত খান।  

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ বাউন্ডারিতে ৪৬ বলে ৪৮ রান করে  চামিরার দ্বিতীয় শিকার হন রাথ। 

দলীয় ১১৮ রানে রাথ ফেরার পর টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২তম হাফ-সেঞ্চুরিতে হংকংকে লড়াকু সংগ্রহ এনে দেন নিজাকাত। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫২ রান করেন নিজাকাত।

শ্রীলংকার চামিরা ২৯ রানে ২ উইকেট নেন।