বার্সেলোনার স্কোয়াডে টের স্টেগেন


গত সেপ্টেম্বরে লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ৫-১ গোলে জয়ের ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ছিটকে পড়েন টের স্টেগেন। তখন অনেকেই ধারণা করেছিলেন, এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না এই জার্মান গোলরক্ষক। তবে প্রত্যাশিত সময়ের আগেই সুস্থ হয়ে উঠেছেন টের স্টেগেন।
তাকেকে নিয়েই কোপা দেল রের ফাইনালের স্কোয়াড ঘোষণা করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।
শনিবার (২৬ এপ্রিল) কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। সেভিয়ায় অনুষ্ঠেয় শিরোপা লড়াইটির জন্য শুক্রবার ঘোষিত স্কোয়াড জায়গা করে নিয়েছেন টের স্টেগেন।
টের স্টেগেন ছিটকে যাওয়ার পর তার শূন্যতা পূরণে ভয়চেক স্ট্যান্সনিকে চুক্তিভুক্ত করে বার্সেলোনা। ইতোমধ্যে কোচের প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে উঠেছেন তিনি। ধারণা করা হচ্ছে, আসছে ক্লাসিকো ফাইনালে শুরুর একাদশে স্ট্যান্সনির খেলার সম্ভাবনাই বেশি।
তবে চলতি মৌসুমে বড় তিনটি শিরোপার জন্য লড়ছে বার্সেলোনা। ফলে শেষভাগের ব্যস্ত সূচিতে টের স্টেগেনের শুরুর একাদশে নামারও যথেষ্ঠ সম্ভাবনা আছে।