বিসিবিতে দুদকের অভিযান

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ এপ্রিল ২০২৫, ০২:০২ পিএম
বিসিবিতে দুদকের অভিযান
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রির অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বিসিবি'তে অভিযান পরিচালনা করছে দুদক।

দুদকের একটি দল সকাল ১১টার দিকে বিসিবি অফিসে আসেন। তারা মূলত বিপিএলে কীভাবে টিকিট কালোবাজারি হয়েছে এবং অনিয়ম দুর্নীতিগুলো হয়েছে সেগুলো খতিয়ে দেখছেন। তারা বিসিবি কর্মকর্তা এবং সিইও'র সঙ্গে কথা বলছেন। দুদকের দুই সদস্যের দল বিপিএলের অনিয়মের নথিপত্রগুলো বিশ্লেষণ করে দেখবেন।

এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত আছে এবং এতে কারা লাভবান হয়েছেন তা খতিয়ে দেখবেন। যেহেতু দুদক সরকারি একটি দল। যার কারণে যেকোনো সময়ে যেকোনো জায়গায় এমন অভিযোগ তারা চালাতে পারে। 

এছাড়াও, বিসিবির সাবেক সভাপতি পাপনের বিরুদ্ধেও কিছু অভিযান রয়েছে। তার বিরুদ্ধে দুদক অনুসন্ধানে নেমেছে।