পুতিন বরখাস্ত করার কয়েক ঘণ্টা পরেই মিললো সাবেক মন্ত্রীর মরদেহ


রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভোইতের মরদেহ উদ্ধার করেছে তদন্ত কমিটি। সোমবার (৭ জুলাই) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে তার মৃত্যু আত্মঘাতী গুলিতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্রেমলিন সূত্রে জানা গেছে, রোমান স্তারোভোইতকে সোমবার বরখাস্ত করেন প্রেসিডেন্ট পুতিন। তার স্থলাভিষিক্ত করা হয় উপমন্ত্রী আন্দ্রেই নিকিতিনকে। বরখাস্তের কারণ জানানো হয়নি।
মৃত্যুর ঘটনার পর রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, তারা পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। স্তারোভোইতের মৃত্যুর সময় ও পরিস্থিতি এখনো পুরোপুরি পরিষ্কার নয়।
স্তারোভোইত ২০২৪ সালের মে মাসে রুশ পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তার আগে প্রায় ছয় বছর তিনি কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ইউক্রেনীয় বাহিনী হঠাৎ হামলা চালিয়ে কুরস্ক অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণে নেয়। রাশিয়া সম্প্রতি এলাকা পুনর্দখল করলেও জুনের শেষ দিকে কিয়েভ জানায়, তারা এখনো রাশিয়ার ভেতরে কিছু এলাকা দখলে রেখেছে।
রুশ সংবাদমাধ্যম কমারসান্ট জানিয়েছে, স্তারোভোইতকে দুর্নীতির একটি মামলায় অভিযুক্ত করা হতে চলেছিল। একই মামলায় তার উত্তরসূরি আলেক্সেই স্মিরনভ এরই মধ্যে গ্রেফতার হয়েছেন। স্মিরনভের বিরুদ্ধে ইউক্রেন সীমান্তে দুর্গ নির্মাণে বরাদ্দ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
তদন্তকারী সংস্থার মতে, স্তারোভোইতের বিরুদ্ধেও অভিযোগ আনা হচ্ছিল। এমন অবস্থায় তার মৃত্যু হলো।
স্তারোভোইতের বরখাস্ত নিয়ে সোমবার প্রশ্ন করা হলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যেখানে আস্থা হারানোর কথা থাকে, সেখানে তা উল্লেখ করা হয়। তবে প্রেসিডেন্টের আদেশে এমন কিছু লেখা ছিল না।
সূত্র: বিবিসি