জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলেছেন পরিবারের সঙ্গে


খেলার মাঠে হার্ট অ্যাটাক করে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জ্ঞান ফিরেছে।
তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বলে সোমবার (২৪ মার্চ) ইউএনবিকে নিশ্চিত করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক কর্মকর্তা।
কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব হাসান বলেন, ‘তামিমের হার্টে সুচারুভাবে রিং পড়ানো হয়েছে এবং ব্লকগুলো সম্পূর্ণভাবে অপসারণ করা হয়েছে।’
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘তার অবস্থা এখনো জটিল রয়েছে, তাকে এখনো পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরও কিছুটা সময় লাগবে।’
ডা. রাজিব বলেন, ‘তিনি আমাদের এখানে খুবই জটিল অবস্থায় এসেছেন। আমরা তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দিয়েছি। আল্লাহর রহমতে তার শারীরিক অবস্থা এখন ভালো। তার হার্ট অ্যাটাক হয়েছে। আমরা তার এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও রিং বসিয়েছি।’
কার্ডিওলজির ডা. মনিরুজ্জামান মারুফের নেতৃত্বে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে সোমবার(২৪ মার্চ) সকালে সাভারের বাংলাদেশে ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ (বিকেএসপি) মাঠে ঢাকা প্রিমিয়ার লীগ(ডিপিএল) ম্যাচ খেলার সময় হঠাৎ তামিম ইকবালের হার্ট অ্যাটাক হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে শাইনপুকুড় ক্রিকেট ক্লাবের বিপক্ষে তামিমের নেতৃত্বে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলতে নামে। মাঠে টস হয়ে যাওয়ার পর তামিম বুকে ব্যথা অনুভব করেন।
পরে তাকে প্রাথমিকভাবে মাঠেই চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নিকটবর্তী কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ে।
বর্তমানে তামিম হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন।
তামির স্ত্রী আয়েশা সিদ্দীকি ও তার ভাই নাফিস ইকবাল তার সঙ্গে রয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন।