1. হোম
  2. রাজনীতি

এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীর ভিড়

Bangla Post Desk
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ এএম
এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির নেতাকর্মীর ভিড়
ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে সকালেই জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী। এর মধ্যে একটি অংশ এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে দুই সারিতে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বদেশে স্বাগত জানাতে রাজধানীর পূর্বাচলে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। আজ সকালেই বিএনপির নেতাকর্মীদের ভিড় দেখা গেছে।

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা গণসংবর্ধনা মঞ্চের দিকে এগোচ্ছেন।

৬০ বছর বয়সী তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছিলেন। ২০০৯ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার এই যাত্রা দলের রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

গুলশানে তার বাসভবন ও অফিস প্রস্তুত করেছে বিএনপি। এ ছাড়া কেন্দ্রীয় কার্যালয় ও নয়াপল্টনের অফিসেও তার জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে।

বিপি/ এএস