‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশে’
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট BG 202 (Boeing 787-9 Dreamliner) চড়ে দেশে ফিরছেন।
বিশ্বখ্যাত ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24.com জানিয়েছে, বিমানটি ইতোমধ্যেই দেশে পৌঁছেছে।
দেশের আকাশে ঢোকার পর তারেক রহমান ফেসবুকে লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’
বিমানটি বর্তমানে সুনামগঞ্জের ওপরে অবস্থান করছে এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছে। ফ্লাইটটি সিলেটে এক ঘণ্টার বিরতি দেবে। এরপর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ঢাকায় নেমে তারেক রহমানের জন্য একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।