তারেক রহমানের নিরাপত্তায় প্রস্তুত বুলেটপ্রুফ গাড়ি ও বাস
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে দলও। তার ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা হয়েছে সুবিধাসম্পন্ন একটি বুলেটপ্রুফ ‘হার্ড জিপ’।
ইতোমধ্যেই গাড়িটি দেশে আনা হয়েছে। একইসাথে বিএনপির নামে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের এই গাড়িটির নিবন্ধন সম্পন্ন হয়েছে।
বুলেটপ্রুফ গাড়ির পাশাপাশি তার জন্য একটি বুলেটপ্রুফ বাসও আনা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যরা থাকবেন। সেক্ষেত্রে ওইদিন তিনি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো ব্যবহার না করে বাসটি ব্যবহার করতে পারেন।
বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা। এ ছাড়া, দলের বিশ্বস্ত নেতা-কর্মীদের সমন্বয়েও একটি বিশেষ নিরাপত্তা টিম গঠন করা হয়েছে।
২৫ ডিসেম্বর বেলা ১২টা নাগাদ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরেই তিনি তার চিকিৎসাধীন মাতা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে। পথিমধ্যে ৩০০ ফিটে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেখানে তার বক্তব্য রাখার কথা রয়েছে।
সেখান থেকে দিনশেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় যাওয়ার কথা রয়েছে।