জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি, যা বলল ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এখন ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ আছেন। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আপনারা দোয়া করুন—আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।
আরও বলা হয়, ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
পোস্টে খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি যদি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
বিপি/আইএইচ