1. হোম
  2. রাজনীতি

আত্মহত্যা না পরিকল্পিত খুন? এনসিপি নেত্রীর মৃত্যু রহস্য কী?

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
ঢাকা
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
আত্মহত্যা না পরিকল্পিত খুন? এনসিপি নেত্রীর মৃত্যু রহস্য কী?

রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডের ‘জান্নাতী ছাত্রী হোস্টেল’ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

রুমির বিষয়টি আত্মহত্যা নাকি খুন সেটি এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে এনসিপি নেতাদের দাবি রুমিকে পরিকল্পিতভাবে সাইবার বুলিং ও থ্রেটের মাধ্যমে মানসিক চাপ সৃষ্টি করে হত্যা করা হয়েছে। আর এর পেছনে মূল দায় আওয়ামী লীগের নেতাকর্মীদের।

এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘কিভাবে লিখবো বুঝতেছি না। আমার হাত কাঁপতেছে। আপনাদের মনে থাকার কথা, গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২-এ ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগাররা কী সিন ক্রিয়েট করেছিলো। সেখানে একজন জেন-জি নারীকে আপনারা দেখেছিলেন এক আওয়ামী লীগারকে (যে জিয়ার কবর খুড়তে চাইছিলো) পিটায়ে পুলিশের কাছে ধরায়ে দিতে।’

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘সেই জেন-জি নারী গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হ/ত্যা ও রেপ থ্রেটে অতিষ্ঠ হয়ে আজ রাতে আত্মহত্যা করেছে। ধানমন্ডির ভাইব্রাদারদের সাথে কথা হলো। তারা গত এক মাসে সাধ্যমতো চেষ্টা করেছে তার পাশে থাকার। কিন্তু সাইবার বুলিং আর ফোনকলে সারাদিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। তবে কারোর কল্পনাতেও ছিলো না, বুলিংয়ের মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে।’

তারেক রেজা আরও লেখেন, ‘এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই। এটা খুন। যারা আমার বোনের জীবনকে তছনছ করে দিয়েছে, তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দেবো না। আমার বোনের রক্তের শপথ!’

যদিও পুলিশের প্রাথমিক ধারণা রুমির বিষয়টি আত্মহত্যা। মানসিক চাপ থেকে এমন পদক্ষেপ হয়তো রুমি নিয়েছেন।পরিবারের পক্ষ থেকেই পারিবারিক কলহের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রুমি দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রথম স্বামীর ঘরে তার একটি মেয়ে এবং দ্বিতীয় স্বামীর ঘরে একটি ছেলে রয়েছে। বর্তমানে তিনি কোনো স্বামীর সঙ্গে বসবাস করছিলেন না। তার সন্তানরা নওগাঁয়ে থাকলেও তিনি ঢাকায় একাই হোস্টেলে বসবাস করতেন।

উল্লেখ্য, শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেওয়ায় এক নারীকে মারধর করে আলোচনায় আসেন রুমি।

সেই ঘটনার পর থেকেই জান্নাত আরা রুমী সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হুমকি ও ধমকির শিকার হচ্ছিলেন বলে দাবি করছেন তার ঘনিষ্ঠজনেরা।  

ট্যাগ: এনসিপি