শারীরিক অবস্থা স্থিতিশীল খালেদা জিয়ার, সাড়া দিচ্ছেন চিকিৎসায়
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। অবস্থার উন্নতি না হলেও চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের এ তথ্য দেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন
ডা. জাহিদ বলেন, ‘বেগম খালেদা জিয়া মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থ হয়ে আবারও বাংলাদেশে রাজনীতিতে ভূমিকা রাখতে পারবেন। তার স্বাস্থ্যে অবস্থা আগের মতোই অপরিবর্তিত। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার তত্ত্বাবধান করছেন। তিনি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে পারছেন।’
তিনি আরও বলেন, ‘ওনার শারীরিক অবস্থা আগে যে অবস্থায় ছিল এখনও আগের মতো আছে। চিকিৎসকের দেওয়া চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। তাই আমরা চিকিৎসকরা আশাবাদী, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।’
এ সময় দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপার্সনের জন্য দোয়াও চান তিনি।
গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি আছেন এবং ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চিকিৎসাধীন আছেন।