এভারকেয়ারে পৌঁছাল হাদির অ্যাম্বুলেন্স

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
এভারকেয়ারে পৌঁছাল হাদির অ্যাম্বুলেন্স
ছবি: সংগৃহীত
প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
 
সন্ধ্যায় হাদির অবস্থা নিয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, হাদির মাথার ভেতরে অস্ত্রোপচারে কোনো গুলি পাওয়া যায়নি। সার্জনরা জানিয়েছেন, গুলি মাথা থেকে বের হয়ে গেছে।
 
তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে জানানো হয়েছে, তাকে চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, হাদিকে যখন জরুরি বিভাগে নিয়ে আসা হয়, তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেয়া হয় এবং বর্তমানে প্রেসার কিছুটা স্থিতিশীল। তার মাথার ভেতরে গুলি রয়েছে এবং কানের আশপাশে গুলি লেগেছে। তাকে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে, যেখানে অস্ত্রোপচার চলছে।
 
বিপি/আইএইচ