‘মাইনাস ফোর’ শুধুই দুষ্টচক্রের কল্পনা: শফিকুল আলম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ন্যাশনাল লিডার এবং জনগণের লিডার। তিনি বর্তমানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লিডার নন। ‘মাইনাস ফোর’ নিয়ে প্রচারিত ধারা সম্পূর্ণ ভুল ও দুষ্টচক্রের অংশ মাত্র। যারা মাইনাস ফোরের নাম উল্লেখ করছেন, তাদের স্বৈরাচারের দোসরের সঙ্গে তুলনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে শফিকুল আলম বলেন, ‘আমরা কাউকে মাইনাস করিনি। যারা মাইনাস হয়েছে, তারা হত্যাযজ্ঞের কারণে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেসব দল ব্যান্ড করা হয়েছে, তারা বাদ। বাকি সব দল অংশগ্রহণ করতে পারবে। জাতীয় পার্টি ব্যান্ড হয়নি। তারা চাইলে নির্বাচনে অংশ নিতে পারে। আমাদের অবস্থান স্পষ্ট।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবানালে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের দেশে ফেরানোর প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘যারা হত্যাযজ্ঞে জড়িত, তাদের বিচার হওয়া উচিত। যারা দণ্ডিত হয়েছেন, তাদের দণ্ড কার্যকর করা হোক। তারা আপিল করতে পারবে। আমরা চাই, দেশের এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এটি বাস্তবায়িত হোক।’
বিপি/ এএস
