খুলনা-১ আসনে জামায়াতের চমক, মনোনয়ন পেলেন কৃষ্ণ নন্দী
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ ডিসেম্বর ২০২৫, ০২:১২ পিএম
খুলনা-১ আসনের জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। ছবি: সংগৃহীত
খুলনা-১ (বটিয়াঘাটা–দাকোপ) আসনে এবার চমক দেখাল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি প্রথমবারের মতো সনাতন ধর্মাবলম্বী একজনকে মনোনয়ন দিয়েছে। প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ডুমুরিয়ার চুকনগরের ব্যবসায়ী এবং উপজেলা জামায়াতের সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দীর।
দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে শুরুতে মাওলানা ইউসুফকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রাখা হয়েছিল। তবে শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয় কৃষ্ণ নন্দীকে। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা গেছে।
গত কয়েক মাস ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত দেখা গেছে কৃষ্ণ নন্দীকে। ব্যক্তিগত উপস্থিতির পাশাপাশি তার নেতৃত্বে হিন্দু নারী-পুরুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
মনোনয়ন পেয়ে কৃষ্ণ নন্দী বলেন, “হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান—সবার উপরে মানুষ। আমি সেই মানুষ হিসেবে রাজনীতিতে যেতে চাই, মানুষের উন্নয়ন করতে চাই। ধর্ম-বর্ণের ভেদাভেদ না থাকার রাজনীতি করতে চায় জামায়াত, তাই তারা আমাকে মনোনয়ন দিয়েছে।”
দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে শুরুতে মাওলানা ইউসুফকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনায় রাখা হয়েছিল। তবে শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয় কৃষ্ণ নন্দীকে। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা গেছে।
গত কয়েক মাস ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত দেখা গেছে কৃষ্ণ নন্দীকে। ব্যক্তিগত উপস্থিতির পাশাপাশি তার নেতৃত্বে হিন্দু নারী-পুরুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
মনোনয়ন পেয়ে কৃষ্ণ নন্দী বলেন, “হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান—সবার উপরে মানুষ। আমি সেই মানুষ হিসেবে রাজনীতিতে যেতে চাই, মানুষের উন্নয়ন করতে চাই। ধর্ম-বর্ণের ভেদাভেদ না থাকার রাজনীতি করতে চায় জামায়াত, তাই তারা আমাকে মনোনয়ন দিয়েছে।”
স্থানীয়দের মতে, জামায়াতের মতো একটি দল থেকে হিন্দু সম্প্রদায়ের প্রার্থী মনোনয়ন পাওয়ায় চার ধর্মের মানুষের মধ্যেই উৎসাহ দেখা যাচ্ছে। তাদের ধারণা, এটি দলটির নতুন রাজনৈতিক কৌশল হলেও সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, “সকল ধর্ম-বর্ণের মানুষকে গ্রহণ করে রাজনীতি হওয়া উচিত। তাই এ সিদ্ধান্ত রাজনীতিতে অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে।”
বটিয়াঘাটা ও দাকোপ নিয়ে গঠিত খুলনা-১ আসনে এর আগেও সংখ্যালঘু প্রার্থীর বিজয়ের নজির রয়েছে। এদিকে এখনো এই আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, “সকল ধর্ম-বর্ণের মানুষকে গ্রহণ করে রাজনীতি হওয়া উচিত। তাই এ সিদ্ধান্ত রাজনীতিতে অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে।”
বটিয়াঘাটা ও দাকোপ নিয়ে গঠিত খুলনা-১ আসনে এর আগেও সংখ্যালঘু প্রার্থীর বিজয়ের নজির রয়েছে। এদিকে এখনো এই আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।
বিপি/আইএইচ
